দুর্গাপূজা উপলক্ষে মৌলভীবাজারে পুলিশের বিশেষ মহড়া

মৌলভীবাজার প্রতিনিধি


অক্টোবর ২২, ২০২০
০৩:২১ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ২২, ২০২০
০৮:০০ অপরাহ্ন



দুর্গাপূজা উপলক্ষে মৌলভীবাজারে পুলিশের বিশেষ মহড়া

মৌলভীবাজারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সুপার ফারুক আহমদ পিপিএম (বার) এর নেতৃত্বে জেলার সকল থানায় একযোগে পুলিশি মহড়া অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) বিকেলে মৌলভীবাজার জেলা সদরের মহড়াটি পুলিশ সুপারের কার্যালয় হতে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। 

এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জিয়াউর রহমান, মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক, ওসি (তদন্ত) পরিমল চন্দ্র দেব, ডিবি ওসি নজরুল ইসলাম সহ জেলা পুলিশের বিভিন্ন কমর্কতা ও পুলিশ সদস্যরা।

পুলিশ সুপার ফারুক আহমদ জানান, পূজা চলা কালে কেউ যেন শান্তি শৃঙ্খলার অবনতি না ঘটাই। সকলের আন্তরিক সহযোগিতা, সর্বোচ্চ সতর্কতা ও আন্তরিকতার সহিত শারদীয় দুর্গাপূজা উদযাপনের পরিবেশ সৃষ্টি করা। পরস্পর ভ্রাতৃত্বের বন্ধন যেন আরো সুদৃঢ় করতে জনগণের পাশে রয়েছে জেলা পুলিশ। যে কোন ধরনের গুজব ও ইভটিজিং রুখতে জেলা পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহবান জানান ।

বিএ-০৫