শ্রীমঙ্গল প্রতিনিধি
অক্টোবর ২২, ২০২০
০৭:৫৬ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ২২, ২০২০
১০:৪৫ অপরাহ্ন
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২০ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ‘মুজিববর্ষের শপথ, সড়ক করব নিরাপদ’ এই প্রতিপাদ্য নিয়ে আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১১টায় শহরের স্টার কমিউনিটি সেন্টারে নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখায় ১০ জনকে গুণীজন সম্মাননা স্মারক প্রদান করা হয়।
নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় কমিটির আজীবন সদস্য ডা. হরিপদ রায়ের সভাপতিত্বে ও নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গল শাখার সভাপতি আমজাদ হোসেন রনির পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. নজরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ আবু নাহিদ, শ্রীমঙ্গল থানার ওসি মো. আব্দুছ ছালেক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন ম্যানেজার মো. আজিজুল হক রাজন, ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) মো. আবু সাঈদ, শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সোহেল রানা, পুলিশ পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন, নারী ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গল উপজেলা শাখার নেতৃবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজ ও পরিবহন চালকরা উপস্থিত ছিলেন।
জিকে/বিএন/আরআর-০২