মৌলভীবাজার সংবাদদাতা
অক্টোবর ২২, ২০২০
০৮:০৯ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ২২, ২০২০
১০:৪৯ অপরাহ্ন
মৌলভীবাজার পৌরসভার আয়োজনে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে পৌর জনমিলন কেন্দ্রে 'ফ্রি কম্পিউটার প্রশিক্ষণ ওরিয়েন্টেশন' অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
পৌর মেয়র মো. ফজলুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. গৌর গোবিন্দ গোস্বামী।
কোর্সটি সফলভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতায় আছে উই ফর বাংলাদেশ নামের একটি সংগঠন। তাদের সহযোগিতায় ২০১৭ সাল থেকে এ পর্যন্ত ২ হাজার ৪শ জন শিক্ষার্থী কোর্সটি করেছে। এছাড়াও রয়েছে প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন + ফ্রিল্যান্সিং, কম্পিউটার হার্ডওয়ার ইঞ্জিনিয়ারিং, ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট কোর্স।
এসএইচ/বিএন/আরআর-০৩