রাজনগরে প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

রাজনগর প্রতিনিধি


অক্টোবর ২২, ২০২০
১১:২৪ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ২২, ২০২০
১১:২৪ অপরাহ্ন



রাজনগরে প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১১টায় ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-রাজনগর আসনের সংসদ সদস্য নেছার আহমদ।

সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. মিছবাহুর রহমান, রাজনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা পাল, মৌলভীবাজার জেলার নির্বাহী প্রকৌশলী আজিম উদ্দিন সরদার, রাজনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ঊর্মি রায়, রাজনগর থানার ওসি আবুল হাসিম, ভাইস চেয়ারম্যান আলাল মিয়া, ভাইস চেয়ারম্যান মুক্তি চক্রবর্তী,   উপজেলা প্রকৌশলী আবুল হাসানাত মহীউদ্দীন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিছবাহুদ্দোজা ভেলাই, সাধারণ সম্পাদক মিলন বখত, সদর ইউনিয়নের চেয়ারম্যান দেওয়ান খয়রুল মজিদ ছালেক, ছালেক আহমদ, শামসুর নুর আজাদ, নকুল চন্দ্র দাস প্রমুখ।

মিম ডেভলপমেন্ট ইঞ্জিনিয়ারিং লিমিটেড নামক ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে প্রাক্কলিত মূল্য ৭ কোটি ৬২ লাখ ৮৯ হাজার ও চুক্তি মূল্য ৭ কোটি ২৩ লাখ ৪৫ হাজার ২৯৫ টাকা ব্যয়ে সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণ কাজ বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।

 

এফএইচ/আরআর-০৮