কমলগঞ্জে আলিম-উলামাদের সঙ্গে মতবিনিময়

কমলগঞ্জ সংবাদদাতা


অক্টোবর ২৪, ২০২০
০৭:১৫ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ২৪, ২০২০
০৭:১৫ অপরাহ্ন



কমলগঞ্জে আলিম-উলামাদের সঙ্গে মতবিনিময়

করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর ইসলামিক মিশনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৪ অক্টোবর) বিকেল ৪টায় শমশেরনগর ইসলামিক মিশনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শমশেরনগর ইসলামিক মিশনের সিনিয়র মেডিকেল অফিসার ডা. মোহেব্বুল হকের সভাপতিত্বে এবং পোগ্রাম অফিসার মোমিনুল হক ও খাইরুল আমীনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) আনিস মাহমুদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের সমম্বয় বিভাগের পরিচালক মোহাম্মদ মহী উদ্দীন মজুমদার ও ইসলামিক মিশন বিভাগের পরিচালক ডা. এ বি এম জাহাঙ্গীর আলম। এছাড়া সভায় গণশিক্ষার শিক্ষক ও মিশনের মক্তবের শিক্ষকদের উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি, অতিথিবৃন্দ ও বক্তারা বলেন, সচেতনতাই করোনা প্রতিরোধে বড় ভূমিকা রাখে। তাই সবাই স্বাস্থ্যবিধি মেনে সচেতনভাবে চলাফেরা করতে হবে। এক্ষেত্রে সব পেশার মানুষজন নিজ নিজ অবস্থান থেকে করোনা প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।

 

এমআর/আরআর-০৮