সিলেট মিরর ডেস্ক
অক্টোবর ২৬, ২০২০
০৭:০০ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ২৬, ২০২০
০৭:০০ অপরাহ্ন
মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে আওয়ামী লীগের সংসদ সদস্য (এমপি) হাজী সেলিমের ছেলেসহ চারজনের নাম উল্লেখ করে মামলা করেছেন নৌবাহিনীর কর্মকর্তা ওয়াসিফ আহম্মেদ খান।
সোমবার সকাল পৌনে ৮টার দিকে ধানমন্ডি থানায় মামলাটি দায়ের করা হয়।
থানার পরিদর্শক (অপারেশনস) রবিউল ইসলাম জানান, মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে ইরফান সেলিম, এ বি সিদ্দিক দীপু, জাহিদ, মীজানুর রহমান ও অজ্ঞাতনামা আরও দুই/তিনজনের বিরুদ্ধে মামলাটি করা হয়েছে।
জানা গেছে, রবিবার সন্ধ্যার পর কলাবাগান ক্রসিংয়ের কাছে নৌবাহিনীর কর্মকর্তা ওয়াসিফের মোটরসাইকেলকে ধাক্কা দেয় সংসদ সদস্যের স্টিকার লাগানো একটি গাড়ি। এর প্রতিবাদ করলে ওই গাড়ি থেকে কয়েক ব্যক্তি নেমে তাকে মারধর করেন।
ওয়াসিফ বলেন, তিনি স্ত্রীসহ মোটরবাইকে ফিরছিলেন। ওই গাড়িটি তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। তিনি তখনই মোটরসাইকেল থামান এবং নিজের পরিচয় দেন।
তখন গাড়ি থেকে নেমে দুই ব্যক্তি তাকে মারধর করেন। মারধরের কারণে তার (ওয়াসিফ) দাঁত ভেঙে গেছে। হামলাকারীরা তার স্ত্রীর গায়েও হাত দিয়েছে বলে অভিযোগ করেন তিনি।
ধানমন্ডি থানার সহকারী উপপরিদর্শক আবদুল্লাহ জাহিদ বলেন, ওই গাড়িটি এমপি হাজী সেলিমের। তিনি গাড়িতে ছিলেন না। তার ছেলে ও নিরাপত্তারক্ষী ছিলেন।
তিনি জানান, পুলিশ এমপির গাড়ি ও নৌবাহিনীর কর্মকর্তার মোটরসাইকেল রাতেই ধানমন্ডি থানায় নিয়ে যায়।
বিএ-১১