কমলগঞ্জ প্রতিনিধি
অক্টোবর ২৮, ২০২০
০১:৩৮ পূর্বাহ্ন
আপডেট : অক্টোবর ২৮, ২০২০
০১:৩৮ পূর্বাহ্ন
মৌলভীবাজারের কমলগঞ্জে অবৈধভাবে বালু পাচারের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা এবং ১০০ ঘনফুট বালু জব্দ করা হয়েছে। আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করেন।
জানা যায়, কমলগঞ্জ উজেলার সদর ইউনিয়নের উত্তর তিলকপুর এলাকায় ট্রাকযোগে অবৈধভাবে বালু পাচারের সময় খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন চৌধুরী নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১০০ ঘনফুট বালুসহ ট্রাকটি আটক করা হয়। এ সময় বালু পাচারের অভিযোগে জমির মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিক জব্দকৃত বালু ১ হাজার টাকায় নিলামে বিক্রি করা হয়।
কমলগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নাসরিন চৌধুরী অবৈধভাবে বালু জব্দ ও জরিমানার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
এসডি/আরআর-০৬