কমলগঞ্জে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা প্রদান

কমলগঞ্জ প্রতিনিধি


অক্টোবর ২৮, ২০২০
০১:৫৪ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ২৮, ২০২০
০১:৫৪ পূর্বাহ্ন



কমলগঞ্জে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা প্রদান

মৌলভীবাজারের কমলগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে খাদ্য সহায়তার চাল বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে কমলগঞ্জ পৌরসভার আয়োজনে পৌরসভা মিলনায়তনে পৌর এলাকার ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের শতাধিক হতদরিদ্র সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে দুর্গাপূজা উপলক্ষে খাদ্য সহায়তার চাল বিতরণ করা হয়।

কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদের সভাপতিত্বে চাল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পৌর কাউন্সিলর মো. আনোয়ার হোসেন, গোলাম মুগ্নি মুহিত, রফিকুল ইসলাম রুহেল, সাংবাদিক সাজিদুর রহমান সাজু, নারী কাউন্সিলর মুসলিমা বেগম, মোছা. আয়েশা সিদ্দিকা, শিউলি আক্তার, উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক সায়েখ আহমেদ প্রমুখ।

 

এসডি/আরআর-০৮