কমলগঞ্জ প্রতিনিধি
অক্টোবর ২৯, ২০২০
০২:৩৭ পূর্বাহ্ন
আপডেট : অক্টোবর ২৯, ২০২০
০২:৩৭ পূর্বাহ্ন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভার উদ্যোগে এলজিএসপি-৩ প্রকল্পের মাধ্যমে কমলগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ের ১৩০ জন শিক্ষার্থীর মাঝে টিফিন বক্স ও পানির বোতল বিতরণ করা হয়েছে।
আজ বুধবার (২৮ অক্টোবর) দুপুর ১২টায় বিদ্যালয় মিলনায়তনে স্কুলের ১৩০ জন শিক্ষার্থীর মাঝে এই টিফিন বক্স ও পানির বোতল বিতরণ করা হয়।
কমলগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিলকিস বেগমের সভাপতিত্বে এবং শিক্ষক হাবিবুর রহমানের সঞ্চালনায় টিফিন বক্স ও পানির বোতল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কমলগঞ্জ পৌরসভার নারী কাউন্সিলর মোছা. মুসলিমা বেগম, আয়েশা সিদ্দিকা, সাংবাদিক সজীব দেবরায়, সমাজসেবক কামরুল হাসান চৌধুরী, শিক্ষিকা লুৎফুর নাহার বেগম প্রমুখ। এছাড়া এসময় স্কুলের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
এসডি/আরআর-১০