১ নভেম্বর থেকে খুলছে লাউয়াছড়া জাতীয় উদ্যান

কমলগঞ্জ প্রতিনিধি


অক্টোবর ২৯, ২০২০
০৯:০৮ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ২৯, ২০২০
০৯:০৮ অপরাহ্ন



১ নভেম্বর থেকে খুলছে লাউয়াছড়া জাতীয় উদ্যান

দীর্ঘ সাত মাস বন্ধ থাকার পর আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান। করোনাভাইরাসের সংক্রমণের কারণে চলতি বছরের ১৯ মার্চ বন অধিদপ্তর এক প্রজ্ঞাপনের মাধ্যমে লাউয়াছড়া জাতীয় উদ্যানে পর্যটকদের প্রবেশ সাময়িক বন্ধ রাখার ঘোষণা দেয়। এরপর থেকে দীর্ঘ সাত মাস ধরে বন্ধ রয়েছে লাউয়াছড়া জাতীয় উদ্যান।

জানা গেছে, মে মাস থেকে ভারী বৃষ্টিতে লাউয়াছড়ার গাছপালা সতেজ হয়ে ওঠে। নিষেধাজ্ঞার কারণে এই সময়ে পর্যটকেরা উদ্যানে প্রবেশ করতে না পারায় নিজেদের ভূবনে বেশ ভালো ছিল বন্যপ্রাণীরা। পর্যটক ও বন্যপ্রাণী গবেষকদের প্রিয় প্রাঙ্গণ লাউয়াছড়া জাতীয় উদ্যান দীর্ঘদিন পর্যটকশূন্য থাকায় উদ্যানটি আগের পরিবেশে ফিরে গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ফলে মনের আনন্দে বন্যপ্রাণীরা ঘুরে বেড়াচ্ছে উদ্যানের ভেতরে সমতলে ও গাছের ডালে ডালে।

লাউয়াছড়ার ইকো ট্যুর গাইড সাজু মারছিয়াং বলেন, 'করোনার কারণে এই উদ্যানে পর্যটকদের গাইডরা চরম দুর্ভোগে ছিলেন। পর্যটকদের যাতায়াতে এখন আবার মুখরিত হবে এই উদ্যান। এতে তাদের দৈন্যদশা কিছুটা হলেও কমবে।'

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ মৌলভীবাজারের সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী বলেন, 'সরকারি নির্দেশনা পেয়ে গত ১৯ মার্চ থেকে লাউয়াছড়া উদ্যান পর্যটকদের জন্য বন্ধ রাখা হয়। এখন আবার সরকারি নির্দেশে উদ্যানটি পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে। শুধু লাউয়াছড়া নয়, সিলেট বিভাগের অন্যান্য জাতীয় উদ্যানে একই সিদ্ধান্ত ঘোষিত হবে।'

 

এসডি/আরআর-১০