বড়লেখা প্রতিনিধি
নভেম্বর ০৩, ২০২০
০২:০৫ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ০৩, ২০২০
০২:০৫ পূর্বাহ্ন
মৌলভীবাজারের বড়লেখায় মাদক মামলায় দুইজনকে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ সোমবার (২ নভেম্বর) দুপুরে বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাকিম হরিদাস কুমার এ রায় দেন। এ সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের গজভাগ গ্রামের মখদ্দছ আলীর ছেলে শামীম আহমদ (২৮) ও সিলেটের বিয়ানীবাজার উপজেলার বাবুল আহমদের ছেলে হাসান আহমদ (২৫)।
বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এপিপি গোপাল সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করে বলেন, 'জিআর ১৯০/১৯ মামলায় মাদক ব্যবসায়ী শামীম আহমদকে ১ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা এবং জিআর ২০৮/১৯ মামলায় হাসান আহমদকে ৬ মাসের কারাদণ্ড ও ৩ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।'
এজে/আরআর-০৭