কুলাউড়ায় পিজিএস'র সেলাই মেশিন প্রদান

কুলাউড়া প্রতিনিধি


নভেম্বর ০৫, ২০২০
০৫:৫৬ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ০৫, ২০২০
০৫:৫৬ অপরাহ্ন



কুলাউড়ায় পিজিএস'র সেলাই মেশিন প্রদান

'আমরা কর্মেই বিশ্বাসী, সেবাই আদর্শ'- এই স্লোগানকে বুকে ধারণ করে মৌলভীবাজারের কুলাউড়ায় পজিটিভ জেনারেশন অব সোসাইটি বাংলাদেশ (পিজিএস) এর অর্থায়ন ও বাস্তবায়নে একটি সেলাই মেশিন প্রদান করা হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ব্রাহ্মণবাজারের একটি দরিদ্র পরিবারের স্কুল শিক্ষার্থীর হাতে সেলাই মেশিনটি তুলে দেন পিজিএস’র সদস্যরা।

এ সময় উপস্থিত ছিলেন, পজিটিভ বাংলাদেশের ঝর্ণা আক্তার, মনসুর আহমদ, ক্রিকেটার অমিত, আবু বক্কর সিদ্দিক, লিটু আহমেদ, বাপ্পন দেবনাথ, সুফিয়ান আহমেদ প্রমুখ।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র প্রবাসী জয়তূর্য চৌধুরীর হাতে ২০০৮ সালে কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নে প্রতিষ্ঠিত এ সংগঠনটির বর্তমান কার্যক্রম বাংলাদেশের ১৫টি জেলায় চলমান রয়েছে। পাশাপাশি পিজিএস'র আরও তিনটি সহযোগী সংগঠন রয়েছে। সংগঠনগুলো হলো- রক্তের জন্য 'দ্বীপান্বিতা', স্কুল 'সূর্য শিখা' ও শিক্ষাবৃত্তি 'অপরাজিতা'। এছাড়াও রয়েছে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি, ক্লিন বাংলাদেশ ক্যাম্পেইন, ট্রাফিক অ্যাওয়ারনেস ক্যাম্পেইন এবং টেকসই উন্নয়নমূলক প্রকল্প স্বাবলম্বী পরিবার।

 

জেএইচ/আরআর-০৩