করোনার মধ্যেও বাংলাদেশ উন্নতি করেছে : জুড়ীতে পরিবেশমন্ত্রী

জুড়ী প্রতিনিধি


নভেম্বর ০৫, ২০২০
০৮:২৮ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ০৫, ২০২০
০৮:২৮ অপরাহ্ন



করোনার মধ্যেও বাংলাদেশ উন্নতি করেছে : জুড়ীতে পরিবেশমন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি বলেছেন, জুড়ী-ফুলতলা-বটুলী চেকপোস্ট সড়কের নির্মাণকাজ চলছে। কাজের গুনগত মান যাতে ভালো হয়, সেদিকে লক্ষ্য রেখে দ্রুত কাজ সমাপ্ত করার জন্য সংশ্লিষ্টদের তাগিদ দেওয়া হয়েছে। আজ পৃথিবীর অনেক দেশ করোনাভাইরাসের জন্য স্থবির হয়ে আছে। আমাদের প্রতিবেশী দেশ ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তানের অবস্থা খারাপ হয়ে আছে। এ অবস্থাতেই বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা এগিয়ে আছে। আমাদের রিজার্ভ টাকা ৪০ বিলিয়নের উপরে চলে গেছে। করোনার আগে আমাদের রিজার্ভ ৩২ বিলিয়ন মার্কিন ডলার ছিল। পৃথিবীর মানুষ অবাক হয়ে দেখছে কিভাবে শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে গেছেন।

আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বিভিন্ন উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে তিনি এসব কথা বলেন। 

এসব অনুষ্ঠানে জুড়ী উপজেলার নির্বাহী কর্মকর্তা আল-ইমরান রুহুলের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জুড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বদরুল হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মুঈদ ফারুক, জুড়ী থানার ওসি সঞ্জয় চক্রবর্তী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুক আহমদ চেয়ারম্যান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, নারী ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা, গোয়ালবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান শাহাব উদ্দিন আহমদ লেমন, পশ্চিম জুড়ী ইউনিয়নের চেয়ারম্যান শ্রীকান্ত দাস, সাগরনাল ইউনিয়নের চেয়ারম্যান এমদাদুল ইসলাম চৌধুরী লিয়াকত, উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশীদ সাজু, সাধারণ সম্পাদক শেখরুল ইসলাম, ছাত্রলীগের সভাপতি শাহাব উদ্দিন সাবেল, সাধারণ সম্পাদক ইকবাল ভুইয়া প্রমুখ।

পরিবেশমন্ত্রী বৃহস্পতিবার সড়ক বিভাগের বাস্থবায়নে জুড়ী উপজেলার রাজনগর-কুলাউড়া জুড়ী-বড়লেখা বিয়ানীবাজার-শেওলা চারখাই-(আর-২৮১) সড়কের উন্নয়ন কাজের অংশ হিসেবে নির্মিত জাঙ্গীরাই ব্রিজের শুভ উদ্বোধন করেন এবং পশ্চিম শিলুয়া ভরাডর প্রাথমিক বিদ্যালয়ের কাছে জুড়ী নদীর উপর নির্মাণাধীন ৬০.০০ মিটার দৈর্ঘ্যের আরসিসি গার্ডার সেতু নির্মাণ প্রকল্প (কয়লাঘাট), জুড়ী উপজেলার কাপনা পাহাড় চা-বাগান ও কাশীনগর রাস্তার বৃন্দারঘাট পয়েন্টে জুড়ী নদীর উপর সেতু নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। 

 

এইচআর/আরআর-১০