শ্রীমঙ্গলে হঠাৎ জেঁকে বসেছে শীত

মৌলভীবাজার প্রতিনিধি


নভেম্বর ০৬, ২০২০
০৬:১০ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ০৬, ২০২০
০৬:১০ অপরাহ্ন



শ্রীমঙ্গলে হঠাৎ জেঁকে বসেছে শীত

শ্রীমঙ্গলসহ পুরো মৌলভীবাজার জেলাজুড়ে অনেকটা হঠাৎ করেই যেন শীত জেঁকে বসেছে। প্রকৃতিতে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। শৈত্যপ্রবাহের কারণে শীত বেশি অনুভূত হচ্ছে। গতকাল বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যার পর হঠাৎ করে প্রচুর কুয়াশায় আচ্ছন্ন হয়ে যায় মৌলভীবাজার। সঙ্গে শীতেরও কমতি ছিল না। 

শ্রীমঙ্গল আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গতকাল রাত ১২টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬.২ ডিগ্রি সেলসিয়াস ও আজ শুক্রবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪.৩ ডিগ্রি সেলসিয়াস। 

শ্রীমঙ্গল শহরের বাসিন্দা আবু সায়েম নাসির বলেন, 'শীতের জন্য আগাম কোনো প্রস্তুতি ছিল না। হঠাৎ গতকাল থেকে প্রচুর শীত পড়েছে। এখন খুবই কষ্ট হচ্ছে।' 

শীতের প্রকোপে নিম্নআয়ের মানুষদের পোহাতে হচ্ছে দুর্বিষহ পরিস্থিতি। গতকাল সন্ধ্যার পর দেখা যায় অকারণে শহরের কেউই বাইরে নেই। শীতের কারণে খুব তাড়াতাড়ি নিজ নিজ বাসায় চলে গেছেন সবাই।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান জানান, মৃদু শৈত্যপ্রবাহের কারণে শীত বেড়েছে। কয়েকদিনের মধ্যে শীত আরও বাড়বে।

 

এসএইচ/আরআর-০২