শ্রীমঙ্গলে ডলুছাড়া ত্রিপুরা পল্লীতে ভূমি রক্ষা কমিটি গঠন

শ্রীমঙ্গল প্রতিনিধি


নভেম্বর ০৭, ২০২০
০১:১৮ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ০৭, ২০২০
০১:১৮ পূর্বাহ্ন



শ্রীমঙ্গলে ডলুছাড়া ত্রিপুরা পল্লীতে ভূমি রক্ষা কমিটি গঠন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ডলুছড়া ত্রিপুরা গ্রামে ত্রিপুরাদের ভূমি অধিকার প্রতিষ্ঠা করাসহ দুইশত বছরের উপরে বসবাসকারী ত্রিপুরা সম্প্রদায়ের ভূমি রক্ষার জন্য গ্রামের সকল মুরুব্বিদের মতামতের পরিপ্রেক্ষিতে 'ডলুছড়া ত্রিপুরা ভূমি রক্ষা কমিটি' নামে  ১১সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় সকলের উপস্থিতিতে এ কমিটি গঠন করা হয়। কমিটিতে সর্বসম্মতিক্রমে সূর্য কুমার দেববর্মাকে সভাপতি ও ধনঞ্জয় দেববর্মাকে সাধারন সম্পাদক ঘোষনা করে কমিটি গঠন করেন তারা। কমিটি গঠনের সমন্বয়ক হিসেবে উপস্থিত ছিলেন  জনক দেববর্মা  এবং  সুমন দেববর্মা। 

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাসি কাউন্সিল লিডার ফিলা পতমিসহ গ্রামের মুরুব্বিগণ।  

কমিটির অনান্য সদস্যরা হলেন অশোক কুমার দেববর্মা, গবিন্দ দেববর্মা, প্রদিপ দেববর্মা, প্রকাশ দেববর্মা, শক্তি দেববর্মা, মলিন্দ্র দেববর্মা, রমেন দেববর্মা প্রমুখ। 

কেজিকে/বিএ-০৩