প্রধানমন্ত্রীর সহায়তা পেলেন হাত হারানো মসুর আলী

মৌলভীবাজার প্রতিনিধি


নভেম্বর ০৮, ২০২০
০৮:৫৭ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ০৮, ২০২০
০৮:৫৮ অপরাহ্ন



প্রধানমন্ত্রীর সহায়তা পেলেন হাত হারানো মসুর আলী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতা পেলেন মৌলভীবাজারের জুড়ী উপজেলায় দুর্ঘটনার শিকার হয়ে এক হাত হারানো মসুর আলী। আজ রবিবার (৮ নভেম্বর) সকালে জুড়ী উপজেলার ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস প্রধানমন্ত্রীর দেওয়া ১ লাখ টাকার চেক মসুর আলীর হাতে তুলে দিয়েছেন।

মসুর আলীর বাড়ি জুড়ী উপজেলা সীমান্তবর্তী লাঠিটিলা এলাকার ডুমাবাড়ি গ্রামে। গত ২০ আগস্ট দুর্ঘটনার শিকার হন তিনি। প্রতিদিনের মতো ওইদিন ধান মাড়ানোর মেশিন নিয়ে বাড়ি থেকে বের হন মসুর। এক বাড়িতে ধান মাড়ানোর সময় হঠাৎ তার ডান হাতটি মেশিনের ভেতরে চলে যায়। সঙ্গে সঙ্গে হাতের কনুই পর্যন্ত ভেঙে যায় তার। স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনার ৫ দিন পর মসুরের ডান হাতের কনুই পর্যন্ত কেটে ফেলা হয়। কয়েকদিন চিকিৎসা করিয়ে টাকার অভাবে তাকে বাড়িতে নিয়ে যান তার পরিবার। 

এ সংবাদ দৈনিক সিলেট মিররসহ কয়েকটি গণমাধ্যমে প্রচার হলে তা জুড়ী উপজেলার ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস ও পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিনের দৃষ্টিগোচর হয়। পরে প্রধানমন্ত্রী বরাবর আবেদন করলে মসুর আলীর নামে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান থেকে এক লাখ টাকার চেক প্রেরণ করা হয়।

মসুর আলী বলেন, 'প্রধানমন্ত্রীর অনুদান পেয়ে আমি খুব খুশি। যারা আমাকে প্রথম থেকে সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞ। আমার কৃত্রিম হাত লাগানোর জন্য আরও বেশ কিছু টাকা লাগবে।' 

একই গ্রামের আব্দুল মালিক মসুর আলীকে সার্বক্ষণিক দেখাশোনা করছেন। তিনি বলেন, 'ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রীকে। দেশ-বিদেশ থেকে মসুর ভাইকে অনেকে সহযোগিতা করেছেন। তার চিকিৎসার জন্য আরও কিছু টাকা লাগবে।' 

চেক প্রদানের বিষয়টি নিশ্চিত করে উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস বলেন, 'গত সেপ্টেম্বরে পরিবেশমন্ত্রী মহোদয়ের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে আর্থিক অনুদানের জন্য আবেদন করি। গতদিন মন্ত্রী বাড়িতে আসার সময় মসুর আলীর আর্থিক অনুদানের চেকটি নিয়ে আসেন।'

 

এসএইচ/আরআর-১১