কুলাউড়ায় অধ্যক্ষ সিপারকে নৌকার প্রার্থী করার আহ্বান

কুলাউড়া প্রতিনিধি


নভেম্বর ০৮, ২০২০
০৯:৫৩ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ০৮, ২০২০
০৯:৫৩ অপরাহ্ন



কুলাউড়ায় অধ্যক্ষ সিপারকে নৌকার প্রার্থী করার আহ্বান

মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার নির্বাচনকে কেন্দ্র করে সম্প্রতি বিভিন্ন ওয়ার্ডে ধাপে ধাপে গণসংযোগের অংশ হিসেবে গত শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে রেলওয়ে রিক্রিয়েশন ক্লাব মাঠে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদের সমর্থনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত মতবিনিময় সভায় কুলাউড়া পৌর আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ নৌকার হাজারো সমর্থক উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, নৌকার সঙ্গে বিদ্রোহী কোনো প্রার্থীকে নয়, নৌকার প্রার্থী করা হোক যিনি দলের জন্য ত্যাগী তাকে। কোনো বিদ্রোহীকে নৌকার প্রার্থী করলে কুলাউড়া পৌরসভা আওয়ামী লীগ কিংবা এর সহযোগী সংগঠন তা মেনে নেবে না। দলের দুঃসময়ে যিনি আওয়ামী লীগের জন্য কাজ করেছেন, যিনি ছাত্রলীগ, শ্রমিকলীগ এবং বর্তমান আওয়ামী লীগ নেতা, সেই অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবি সর্বস্তরের নেতা-কর্মী ও সমর্থকদের। বিগত পৌর নির্বাচনে তিনি মনোনয়ন দাবি করলেও তাঁকে মনোনয়ন থেকে বঞ্চিত করা হয়।

কুলাউড়া পৌর আওয়ামী লীগের সভাপতি খোরশেদ উল্লাহ'র সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগ নেতা ও নৌকা প্রতীকের মনোনয়নপ্রত্যাশী অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু গৌরা দে, পৌর যুবলীগের আহ্বায়ক শাহীন আহমদ, উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক কামরুল হাসান বখস, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এহসান আহমদ টিপু, রেলওয়ে শ্রমিক লীগের সভাপতি নাজমুল হক, সড়ক পরিবহন শ্রমিক লীগের আহ্বায়ক উমর মিয়া, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সায়হাম রুমেলসহ বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। মতবিনিময় সভা শেষ এক বিশাল মিছিল কুলাউড়া শহর প্রদক্ষিণ করে।

নৌকার মনোনয়নপ্রত্যাশী অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ বলেন, 'দলের সর্বস্তরের নেতা-কর্মীরা যেভাবে ঐক্যবদ্ধ হয়ে সমর্থন জানাচ্ছেন, তাতে আগামী পৌরসভা নির্বাচনে কুলাউড়া পৌরসভায় নৌকার বিজয় সুনিশ্চিত। এভাবে সবাই ঐক্যবদ্ধ থাকলে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের মহাসড়কে কুলাউড়া পৌরসভা অন্তর্ভুক্ত হবে। বিগতদিনে পৌরসভা অনেক উন্নয়নবঞ্চিত হয়েছে। এর থেকে বেরিয়ে আসতে হবে। কুলাউড়া পৌরসভা আগামী দিনে উন্নয়নের রোল মডেল হবে।'

উল্লেখ্য, আসন্ন কুলাউড়া পৌরসভার নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের একাধিক মনোনয়নপ্রত্যাশী থাকলেও নৌকার কান্ডারি হতে দলীয় নেতা-কর্মীর পাশাপাশি নিজেও ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন উপজেলা আওয়ামী লীগের নেতা ও উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ। দলীয় মনোনয়ন পাওয়ার দৌড়ে তাঁর সঙ্গে রয়েছেন শফি আলম ইউনুছ। তিনি বিগত পৌর নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করে জয়লাভ করেছিলেন।

 

জেএইচ/আরআর-১৫