রাজনগর প্রতিনিধি
নভেম্বর ০৯, ২০২০
০৩:০০ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ০৯, ২০২০
০৩:০০ পূর্বাহ্ন
মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ রবিবার (৮ নভেম্বর) দুপুরে উপজেলার ৪ নম্বর পাঁচগাঁও ইউনিয়নের রাজকলা গ্রামে পুকুরের পানিতে ডুবে মারা যাওয়া শিশুটির নাম মাহদী মিয়া (৫)। সে ওই গ্রামের হেলাল মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, পুকুরের পানি থেকে উদ্ধার করার পর দুপুর ১২টার দিকে শিশুটিকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুন নুর আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ বিষয়ে পুলিশকে কোনো তথ্য দেওয়া হয়নি বলে জানিয়েছেন রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম।
এফএইচ/আরআর-১৬