মৌলভীবাজার প্রতিনিধি
নভেম্বর ১০, ২০২০
০১:২৩ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ১০, ২০২০
০১:২৪ পূর্বাহ্ন
মৌলভীবাজারে যাত্রীবাহী বাস খাদে পড়ে ১৫ জন যাত্রী আহত হয়েছেন। আজ সোমবার (৯ নভেম্বর) বিকেল ৪টার দিকে মৌলভীবাজার-শ্রীমঙ্গল সড়কের নিতেশ্বর এলাকার নীল আকাশ বার্গার হাউজের পাশে এ দুর্ঘটনা ঘটেছে।
গুরুতর আহতদের উদ্ধার করে স্থানীয় লোকজন চিকিৎসার জন্য মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে পাঠিয়েছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, মাসুম আহমদ, সাফওয়ান, জাবেদসহ কয়েকজন কলেজছাত্রও ছিলেন ওই বাসটিতে।
বাসে থাকা অলি আহমদ বলেন, 'আমরা শ্রীমঙ্গল থেকে মৌলভীবাজারের উদ্দেশে বাসে (ঢাকা মেট্রো-ব-১১-৩১৬৫) উঠি। আমাদের বাস খুব দ্রুতগতিতে যাচ্ছিল। ওই এলাকায় রাস্তায় সংস্কারকাজ চলছে। এ সময় বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের আশঙ্কা দেখা দিলে বাসের চালক নিয়ন্ত্রণ হারান এবং বাসটি রাস্তার পাশের খাদে পড়ে যায়।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক বলেন, 'বাসটি শ্রীমঙ্গল থেকে মৌলভীবাজারের দিকে আসছিল। দুর্ঘটনার পর থেকে বাসের চালক পলাতক রয়েছে। বাসটি খাদ থেকে তোলা হচ্ছে।'
এসএইচ/আরআর-০৪