কমলগঞ্জ প্রতিনিধি
নভেম্বর ১১, ২০২০
০২:৪৩ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ১১, ২০২০
০২:৪৩ পূর্বাহ্ন
মৌলভীবাজারের কমলগঞ্জ পৌর এলাকায় করোনা মহামারি ও অতিবৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিভিন্ন প্রজাতির শাক-সবজির বীজ বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১০টায় গোপালনগর আর্দশ যুব সংঘের উদ্যোগে কমলগঞ্জ ডিজিটাল ডায়গনস্টিক সেন্টারের মিলনায়তনে কমলগঞ্জ পৌর এলাকার ৪৫ জন কৃষকদের মাঝে বিভিন্ন প্রজাতির শাক-সবজির বীজ বিতরণ করা হয়।
সাবেক ইউপি সদস্য আব্দুল সত্তারের সভাপতিত্বে বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ পৌরসভার কাউন্সিলর মো. রমুজ মিয়া ও কাউন্সিলর দেওয়ান আব্দুর রহিম মুহিন। অনুষ্ঠানে বক্তব্য দেন, জসিম উদ্দিন, মছব্বির মিয়া, কৃষক তেরা মিয়া, আব্দুল আজিজ, উস্তার মিয়া প্রমুখ।
এসডি/আরআর-১২