বড়লেখায় মুক্তিযোদ্ধা সাইফুর রাজাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

বড়লেখা প্রতিনিধি


নভেম্বর ১১, ২০২০
১১:১২ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ১১, ২০২০
১১:১২ অপরাহ্ন



বড়লেখায় মুক্তিযোদ্ধা সাইফুর রাজাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মৌলভীবাজারের বড়লেখা উপজেলা আওয়ামী লীগের সাবেক আইনবিষয়ক সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা সাইফুর রাজা দুলুকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) বাদ আসর কাঠালতলী ঈদগাহ প্রাঙ্গণে তাঁকে রাষ্ট্রীয়

মর্যাদা প্রদান করা হয়। পরে জানাজা শেষে তাঁকে সার্বজনীন কবরস্থানে দাফন

করা হয়।

এদিকে সাইফুর রাজা দুলুর মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি

গভীর সমবেদনা জানিয়েছেন, পরিবেশমন্ত্রী মো. শাহাব উদ্দিন, উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, সাবেক উপজেলা চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার মুহাম্মদ সিরাজ উদ্দিন, ভাইস চেয়ারম্যান মুহাম্মদ তাজ উদ্দিন, দক্ষিণভাগ উত্তর ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিন, জেলা পরিষদ সদস্য শহিদুল আলম শিমুল, মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, ফণি চন্দ্র শীল, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিলের সভাপতি মুহাম্মদ শাহজাহান ও সদস্য সচিব শুভাষিশ দে শুভ্র প্রমুখ।

প্রসঙ্গত, উপজেলার কাঠালতলী গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা সাইফুর রাজা দুলু বুধবার (১১ নভেম্বর) সকালে সিলেট আলহারামাইন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এজেএল/বিএ-১২