‘সিলেটের প্রতিবন্ধী শিশুদের অভিভাবকের প্রত্যাশার নব দ্বার’

সিলেট মিরর ডেস্ক


ডিসেম্বর ০৪, ২০২০
০৮:৪১ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ০৪, ২০২০
০৮:৪১ পূর্বাহ্ন



‘সিলেটের প্রতিবন্ধী শিশুদের অভিভাবকের প্রত্যাশার নব দ্বার’

সুরমা হোল্ডিংস লিমিটেডের অন্যতম প্রতিষ্ঠান অ্যাডোরা ফিজিওথেরাপী অ্যান্ড রিহ্যাবিলিটেশনের উদ্যোগে ২৯ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২২ তম জতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সিলেটে প্রতিবন্ধী শিশুর অবিভাবকদের প্রত্যাশা অনুযায়ী অ্যাডোরা চাইল্ড ডেভেলপমেন্ট কেয়ারের মতো প্রতিষ্ঠানের গুরুত্ব ও প্রয়োজনীয়তা রয়েছে। সিলেটের প্রতিবন্ধী শিশুদের অভিভাবকদের প্রত্যাশার নব দ্বার হতে পারে এই প্রতিষ্ঠান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সুরমা হোল্ডিংস লিমিটেড এর চেয়ারম্যান ও সিলেটের প্রথিতযশা হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. কে এম আখতারুজ্জামান। এসময় তিনি বলেন, সিলেটবাসীর স্বাস্থ্য সেবায় বরাবরের ন্যায় আমাদের নতুন উদ্যোগেও মানুষ উপকৃত হবেন। প্রতিবন্ধীতা কোন পাপ বা অভিশাপ নয়। আমাদের পারস্পারিরক সার্বিক সহযোগীতায় সকল প্রকার প্রতিবন্ধকতা জয় করা সম্ভব।

অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য বিষয় উপস্থাপন করেন সিলেট এমএজি ওওসমানী মেডিকেল কলেজ এর সহকারি অধ্যাপক ও বিশিষ্ট শিশু রোগ বিশেষজ্ঞ ডাঃ আখলাক আহমেদ। তিনি প্রতিবন্ধীতার বিভিন্ন দিক তুলে ধরে বলেন বেশির ভাগ প্রতিবন্ধীতাই সঠিক সময়ে নির্ণয় ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসা সম্ভব। এ লক্ষ পূরণের জন্যই প্রতিবন্ধী ও অটিস্টিক শিশুদের পাশে দাঁড়ানোর প্রয়াসে আগামী বছরের ১ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে অ্যাডোরা শিশু বিকাশ কেন্দ্রের যাত্রা ।

অনুষ্ঠানের সভাপতি ডা. সৈয়দ মাহমুদ হাসান বলেন, সিলেটে প্রতিবন্ধী ও অটিস্টিক শিশুদের জন্য এরকম একটি প্রতিষ্ঠান থাকা জরুরী। সামাজিক দায়বদ্ধতা থেকে আমাদের পাশাপাশি সরকারের সহযোগীতা প্রত্যাশা করেন।

এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. মখলিসুর রহমান কামরান, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দীকী, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু তাহের মো. শোয়েব।

আলোচনায় বিশেষজ্ঞ প্যানেলে ছিলেন আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ও শিশু রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এম এখলাসুর রহমান, সিলেট নর্থইষ্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. এম মনোজ্জির আলী, মাউন্ট অ্যাডোরা নিউরোলজির চিফ কনসালটেন্ট ও বিশিষ্ট নিউরোলজিস্ট অধ্যাপক ডা. মো. মতিউর রহমান, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ এর মানসিক রোগ বিভাগের বিভাগীয় প্রধান ডা. আর. কে. এস রয়েল, সিলেট উইমেন্স মেডিকেল কলেজের ফিজিক্যাল মেডিসিন বিভাগের প্রধান ডা. চৌধুরী মো. ওয়ালীদ, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট (শাবিপ্রবি) অধ্যাপক ফজিলাতুন্নেসা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের সমন্বয়ক ফাতেমা-তুজ-জোহরা।

আরসি-০৬