সিলেট মিরর ডেস্ক
ডিসেম্বর ০৬, ২০২০
০২:২৬ অপরাহ্ন
আপডেট : ডিসেম্বর ০৬, ২০২০
০২:২৬ অপরাহ্ন
ভাস্কর্য ভাঙার প্রতিবাদ জানাচ্ছেন সংস্কৃতি অঙ্গনের মানুষেরা। সেই তালিকায় এবার যুক্ত হলেন এফডিসি কেন্দ্রিক চলচ্চিত্রাঙ্গনের মানুষেরাও। এবার রাস্তায় নেমে চলচ্চিত্রের শিল্পী-নির্মাতা ও প্রযোজকেরা প্রতিবাদ জানালেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তারা। রোববার বিএফডিসির সামনে এক মানববন্ধনের মাধ্যমে নিজেদের ক্ষোভ প্রকাশ করেন তারকা-কুশলীরা।
এদিন সকাল সাড়ে ১১টায় চলচ্চিত্র পরিচালক সমিতির আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন- চিত্রনায়ক ওমর সানী, চিত্রনায়িকা মৌসুমী, পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, শাহ আলম কিরণ, অপূর্ব রানা, প্রযোজক খোরশেদ আলম খসরু, কামাল কিবরিয়া লিপু, মেহেদি হাসান সিদ্দিকী মনির, কমল পাটেকার, গায়ক এস ডি রুবেলসহ প্রমুখ।
মানববন্ধনে চিত্রনায়িকা মৌসুমী বলেন, ‘ভাস্কর্য ও মূর্তি এক নয়। এই পার্থক্য জানতে হবে। বঙ্গবন্ধু বাংলাদেশের স্থপতি। তার ভাস্কর্য পর্যন্ত ভাঙার দুঃসাহস দেখানো হয়েছে।’
প্রযোজক নেতা খোরশেদ আলম খসরু বলেন, ‘বঙ্গবন্ধুর ভাস্কর্য যারা ভেঙেছে তাদের সমুচিত জবাব দিতে হবে। এর কোনও বিকল্প নেই।’
পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার বলেন, ‘স্বাধীন বাংলাদেশে এই ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যার হাত ধরে দেশে স্বাধীনতা এসেছে, যিনি বাংলাদেশের স্থপতি তার ভাস্কর্যে আঘাত মানে, বাংলাদেশের ওপর আঘাত। যারা এই কাজ করেছে তারা রাজাকার, দেশদ্রোহী। ওইসব দেশ বিরোধীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক।’
এসময় অংশগ্রহণকারীরা ভাস্কর্য ভাঙার বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ এবং আর কোনও স্থাপত্য যেন ভাঙতে না পারে সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার দাবি তোলেন।
বিএ-১০