সিলেট মিরর ডেস্ক
জানুয়ারি ০৩, ২০২১
০৯:৫৩ অপরাহ্ন
আপডেট : জানুয়ারি ০৩, ২০২১
০৯:৫৩ অপরাহ্ন
চীনে স্থানীয় সময় গতকাল শনিবার করোনা ভাইরাসে আরও ২৪ জন সংক্রমিত হয়েছেন। দেশটিতে আগের দিন এ সংখ্যা ছিল ২২ জন। চীনের জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ স্থানীয় সময় আজ রোববার এ তথ্য জানিয়েছে।
রয়টার্সের খবরে জানা যায়, চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন এক বিবৃতিতে জানিয়েছে, বিদেশ থেকে আসা ১৬ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। স্থানীয় পর্যায়ে আটজন সংক্রমিত হয়েছেন।
তাঁদের মধ্যে চারজন উত্তর-পূর্বাঞ্চলের হেলিয়ংজিয়াং প্রদেশের। দুজন লিয়াওনিং প্রদেশের। একজন চীনের রাজধানী বেইজিংয়ের। আরেকজন হুবেইয়ের।
চীনের সরকার করোনায় সংক্রমিত সন্দেহভাজন আরও আটজনের কথা জানিয়েছে। তবে তাঁরা আসলেই করোনায় সংক্রমিত কি না, তা জানায়নি।
চীনে এ পর্যন্ত করোনাভাইরাসে ৮৭ হাজার ১১৭ জন সংক্রমিত হয়েছেন। আর মৃত্যু হয়েছে ৪ হাজার ৬৩৪ জনের।
২০১৯ সালের ডিসেম্বর মাসে চীনের হুবেই প্রদেশের উহানে করোনার প্রাদুর্ভাব হয়। এরপর তা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে।
বি এন-৩