শায়েস্তাগঞ্জ প্রতিনিধি
জানুয়ারি ১৩, ২০২১
১০:৩৭ পূর্বাহ্ন
আপডেট : জানুয়ারি ১৩, ২০২১
১০:৪২ পূর্বাহ্ন
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৩ জানুয়ারি) বিকালে শায়েস্তাগঞ্জ উপজেলার শিল্পাঞ্চল হিসেবে খ্যাত অলিপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় এসআই মোঃ মোখলেছুর রহমানের একদল পুলিশ।
এসময় ২৫ পিছ ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত হলো উপজেলার ব্রাহ্মনডোরা ইউনিয়নের উলুহর গ্রামের ফুল মিয়ার ছেলে মোঃ সজির মিয়া (৩৩), একই ইউনিয়নের বিশাউড়া গ্রামের মৃত মারাজ মিয়ার ছেলে বাচ্চু মিয়া (৩২)।
শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেব বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ বিষয়ে থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের কে জেল হাজতে পাঠানো হবে।’
এস ডি/বি এন-০৫