বিশ্বে মৃত্যু ২১ লাখ ৩০ হাজার ছাড়াল

বিশ্বে মৃত্যু ২১ লাখ ৩০ হাজার ছাড়াল


জানুয়ারি ২৪, ২০২১
০২:০৪ অপরাহ্ন


আপডেট : জানুয়ারি ২৪, ২০২১
০২:০৪ অপরাহ্ন



বিশ্বে মৃত্যু ২১ লাখ ৩০ হাজার ছাড়াল

প্রাণঘাতী ভাইরাস করোনাভাইরাসের তাণ্ডব এখনও চলছে বিশ্বব্যাপী। কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না এই ভাইরাসটি। প্রতিদিন মৃতের তালিকায় নাম উঠছে হাজার হাজার মানুষের। আক্রান্তের সংখ্যাও হচ্ছে দীর্ঘ। তবে সুস্থতার সংখ্যাও বাড়ছে উল্লেখযোগ্যহারে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, আজ রবিবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৯ কোটি ৯৩ লাখ ২৫ হাজার ২৮৭ জন। মোট মারা গেছেন ২১ লাখ ৩০ হাজার ৩৬৬ জন।

এখন পর্যন্ত প্রাণঘাতী এই ভাইরাস থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৭ কোটি ১৩ লাখ ৭০ হাজার ৬১৩ জন।

প্রাণঘাতী ভাইরাসটির থাবায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিতের সংখ্যা ২ কোটি ৫৫ লাখ ৬৬ হাজার ৭৮৯ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ৪ লাখ ২৭ হাজার ৬৩৫ জন।

তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৬ লাখ ৫৫ হাজার ৪৩৫ জন। দেশটিতে মারা গেছেন ১ লাখ ৫৩ হাজার ৩৭৬ জন।

তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলে সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৮৮ লাখ ১৬ হাজার ২৫৪ জন। মারা গেছেন ২ লাখ ১৬ হাজার ৪৭৫ জন।

তালিকায় রাশিয়ার অবস্থান চতুর্থ। যুক্তরাজ্য পঞ্চম। ফ্রান্স ষষ্ঠ। স্পেন সপ্তম। ইতালি অষ্টম। তুরস্ক নবম। জার্মানি দশম। তালিকায় বাংলাদেশের অবস্থান ৩০তম।

বিএ-০৪