আলোকিত উমেদ নগরের উদ্যোগে নগর গ্রামের এসএসসি পরীক্ষার্থীদের সংবর্ধনা

সিলেট মিরর ডেস্ক


নভেম্বর ২৫, ২০২৫
০৫:৪০ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ২৫, ২০২৫
০৫:৪০ অপরাহ্ন



আলোকিত উমেদ নগরের উদ্যোগে নগর গ্রামের এসএসসি পরীক্ষার্থীদের সংবর্ধনা


সুনামগঞ্জের দিরাই উপজেলায় আলোকিত উমেদ নগরের উদ্যোগে উমেদ নগর গ্রামের মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ নভেম্বর) এ সংবর্ধনা দেওয়া হয়। বিগত ২০২৩, ২০২৪ ও ২০২৫ সালে উত্তীর্ণদের এই সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে সংবর্ধিত ছাত্র-ছাত্রীদের হাতে ক্রেস্ট, অভিনন্দনপত্র ও উপহারসামগ্রী তুলে দেন সংগঠনের প্রধান উপদেষ্টা মো. হুমায়ুন খান। 


প্রধান উপদেষ্টা মো. হুমায়ুন খান সংগঠনের পক্ষ হতে আগামী তিন মাসের মধ্যে গ্রামে একটি স্বেচ্ছাসেবী কোচিং সেন্টার চালু করার ঘোষণা দেন। 

এসময় উপস্থিত ছিলেন উমেদ নগর গ্রামের প্রবীণ ব্যক্তিবর্গ,  সংগঠনের উপদেষ্টামন্ডলী ও পরিচালনাপরিষদের নেতৃবৃন্দ। 

বিগত তিন বছরে উমেদনগর গ্রামের ২১ জন শিক্ষার্থীর এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। তাদের মধ্যে আনুষ্ঠানিকভাবে ক্রেস্ট ও অন্যান্য উপহারসামগ্রী বিতরণ করা হয়। 


অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টামন্ডলীর সদস্য মো. জুয়েল মিয়া, সৈয়দ মনসুর আলম, ছামান মিয়া, পরিচালক সুহেল মিয়া, সংবর্ধিত ছাত্রী ঝুমা খানম সহ অন্যান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। সভা যৌথভাবে পরিচালনা করেন সৈয়দ সুফি আলম ও জুনেদ মিয়া। 

এর আগে শুরুতে যুক্তরাজ্য থেকে সম্প্রতি দেশে ফেরা প্রধান উপদেষ্টা মো. হুমায়ুন খানকে সংগঠনের পরিচালনা পরিষদ ও উপদেষ্টামণ্ডলীর পক্ষ হতে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।



এএফ/০২