ভারত থেকে ঢাকায় পৌঁছেছে ২০ লাখ ডোজ করোনার টিকা

সিলেট মিরর ডেস্ক


ফেব্রুয়ারি ২৩, ২০২১
০২:৫২ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ২৩, ২০২১
০২:৫৪ পূর্বাহ্ন



ভারত থেকে ঢাকায় পৌঁছেছে ২০ লাখ ডোজ করোনার টিকা

ঢাকায় পৌঁছেছে করোনাভাইরাসের ২০ লাখ ডোজ টিকা। সোমবার (২২ ফেব্রুয়ারি) দিবাগতরাত সাড়ে ১২টার দিকে স্পাইস জেটের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ টিকা পৌঁছায়।

এ নিয়ে ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে দ্বিতীয় দফায় ২০ লাখ ডোজ করোনার টিকা ঢাকায় এসে পৌঁছেছে।

টিকা আনার দায়িত্বে থাকা প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মার পক্ষ থেকে জানানো হয়, মুম্বাই থেকে স্পাইসজেটের একটি ফ্লাইটে আসবে ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কভিড টিকার দ্বিতীয় চালান। রাত ১১টা ১০ মিনিটে বিমানটি হজরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।

এর আগে গত ২৫ জানুয়ারি দেশে টিকার প্রথম চালানে আসে ৫০ লাখ ডোজ। আর ২১ জানুয়ারি দেশে পৌঁছায় বাংলাদেশকে দেওয়া ভারত সরকারের উপহারের ২০ লাখ ডোজ টিকা।

আরসি-০১