সিলেট মিরর ডেস্ক
ফেব্রুয়ারি ২৬, ২০২১
১০:২২ অপরাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ২৭, ২০২১
০১:৪৮ পূর্বাহ্ন
করোনায় আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এসময় নতুন রোগী শরাক্ত হয়েছে আরও ৪৭০ জন।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তির তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১১৭টি আরটি-পিসিআর ল্যাব, ২৯টি জিন-এক্সপার্ট ল্যাব ও ৬৮টি র্যাপিড অ্যান্টিজেন ল্যাবে অর্থাৎ সর্বমোট ২১৪টি ল্যাবে ১৫ হাজার ৩২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৪০ লাখ ১৮ হাজার ২৬৮টি নমুনা। নতুন পরীক্ষায় ১১ জনসহ এখন পর্যন্ত মোট ৮ হাজার ৩৯৫ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৪৭০ জন করোনায় আক্তান্ত হয়েছেন। এনিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ৪৫ হাজার ৪২৪ জন হয়েছে।
এছাড়া নতুন করে আরও ৭৪৩ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এনিয়ে মোট ৪ লাখ ৯৫ হাজার ৪৯৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৩ দশমিক ১৩ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৫৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক ৮৫ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৫৪ শতাংশ।
দেশে করোনায় প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।
বি এন-০৫