সিপিবি নেতা সুমনের কারামুক্তি উপলক্ষে ভার্চুয়াল সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক


নভেম্বর ১৩, ২০২৫
০৭:০২ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ১৩, ২০২৫
০৭:৪৩ অপরাহ্ন



সিপিবি নেতা সুমনের কারামুক্তি উপলক্ষে ভার্চুয়াল সভা অনুষ্ঠিত


বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের প্রাক্তন সভাপতি ও কেন্দ্রীয় কমিটির প্রাক্তন সহ-সভাপতি ও জজ কোর্ট সিলেটের আইনজীবী এবং সিপিবি নেতা আনোয়ার হোসেন সুমনের কারামুক্তি উপলক্ষে প্রাক্তন ছাত্র ইউনিয়ন পরিবারের পক্ষ থেকে অভিজ্ঞতা বিনিময় ও প্রীতি আড্ডা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) ভার্চুয়ালমাধ্যমে এ আড্ডা অনুষ্ঠিত হয়। 

ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের প্রাক্তন সভাপতি ও চার দলীয় জোটের শাসনামলে ছাত্র ইউনিয়ন আহুত ছাত্র ধর্মঘট পালনকালে গ্রেপ্তারকৃত ছাত্রনেতা ইফতেখারুল হক পপলু'র আহবানে  এ সভা অনুষ্ঠিত হয়।

লন্ডন সময় দুপুর তিনটা আর বাংলাদেশ সময় রাত ৯ টায় অনুষ্ঠিত হওয়া ভার্চুয়ালি সভায় ছাত্র ইউনিয়ন সিলেট অঞ্চলের বিভিন্ন পর্যায়ের প্রাক্তন নেতৃবৃন্দ অংশ নেন। ‌

সভায় কমরেড আনোয়ার হোসেন সুমন সাম্প্রতিক সিলেটের শ্রমিক ন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরেন এবং একই সঙ্গে তার কারাগারের অভিজ্ঞতা বর্ণনা করেন।

সভায় অংশ নেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদের প্রাক্তন সভাপতি ও কেন্দ্রীয় সহ-সভাপতি সিপিবি নেতা এডভোকেট নিলিমেশ ঘোষ বলু, ছাত্র ইউনিয়ন সিলেট জেলার প্রাক্তন নেতা ও যুক্তরাজ্য উদীচী শাখার প্রাক্তন সাধারণ সম্পাদক লন্ডন প্রবাসী জুবের আক্তার সোহেল, ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের প্রাক্তন সাধারণ সম্পাদক ও চারদলীয় জোটের শাসনামলে ছাত্র ধর্মঘট পালনকালে গ্রেফতারকৃত ছাত্রনেতা ফ্রান্স প্রবাসী অ্যাডভোকেট রমেন্দ্র কুমার চন্দ্র, ছাত্র ইউনিয়ন সুনামগঞ্জ জেলা সংসদের প্রাক্তন সভাপতি ও কমিউনিস্ট পার্টি সুনামগঞ্জ জেলা কমিটির প্রাক্তন সভাপতি অ্যাডভোকেট এনাম আহমেদ, সাংস্কৃতিক ইউনিয়ন সিলেট জেলার প্রাক্তন আহবায়ক ও বিশিষ্ট আয়কর আইনজীবী পিনাক রঞ্জন দেবনাথ, সিলেট জেলা সংসদের প্রাক্তন সহ-সভাপতি ও জজ কোর্ট সিলেটের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ মনির উদ্দিন, ছাত্র ইউনিয়ন সুনামগঞ্জ জেলা সংসদের প্রাক্তন সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক খলিল রহমান, ছাত্র ইউনিয়ন শাহজালাল বিশ্ববিদ্যালয় সংসদের প্রাক্তন সভাপতি কেন্দ্রীয় কমিটির প্রাক্তন সদস্য বিশিষ্ট ব্যাংকার আহমেদ মুক্তাদির খোকন, ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের প্রাক্তন সাধারণ সম্পাদক, যুব ইউনিয়ন সিলেট জেলা শাখার সভাপতি ও সিলেট জেলা বারের বিশিষ্ট আইনজীবী বিদ্যুৎ কুমার দাস বাপন, ছাত্র ইউনিয়ন সুনামগঞ্জ সরকারি কলেজের প্রাক্তন সভাপতি ও যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ মোফাজ্জল হক, ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের প্রাক্তন নেতা ও বিশিষ্ট ব্যাংকার আহমদুর রশিদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়ন বিশ্ববিদ্যালয় সংসদের প্রাক্তন সভাপতি ও ফ্রান্স প্রবাসী গোলাম রাব্বি চৌধুরী ওয়াফি প্রমুখ। 

অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠানে কমরেড আনোয়ার হোসেন সুমন বলেন সিলেটের শ্রমিক আন্দোলন ও রাজনীতি নিয়ে সিলেটের মানুষের যেকোনো ন্যায্য গণসংগ্রামে কমিউনিস্ট পার্টির তার সর্বশক্তি দিয়ে অতীতে ছিল ভবিষ্যতেও থাকবে।

তিনি বলেন, ‘গ্রেপ্তার নির্যাতন চালিয়ে কৃষক শ্রমিক মেহনতী মানুষের মুক্তির লড়াই থেকে কমিউনিস্ট পার্টিকে বিচ্যুত করা যাবে না।’

সাম্প্রতিক শ্রমিক আন্দোলন ও তাঁর কারাবরণের পর দেশে এবং প্রবাসে প্রাক্তন ছাত্র ইউনিয়ন পরিবার-সহ সকল প্রগতিশীল রাজনৈতিক সংগঠন ও ব্যক্তির সোচ্চার প্রতিবাদের জন্যে কৃতজ্ঞতা প্রকাশ করেন। সভা থেকে প্রাক্তন নেতৃবৃন্দ আশা করেন সকল সংকটকে কাটিয়ে একটি ঐক্যবদ্ধ সমৃদ্ধ ছাত্র ও গণতান্ত্রিক যেকোনো আন্দোলন এবং ঐক্যবদ্ধ ছাত্র ইউনিয়ন পুনর্গঠনে বর্তমান নেতৃত্ব কার্যকর  উদ্যোগ গ্রহণ করবেন। এক্ষেত্রে ছাত্র ইউনিয়নের প্রাক্তন নেতৃবৃন্দ যেকোনো সহযোগিতা করতে প্রস্তুত। দীর্ঘ সময় ধরে চলা সভায় প্রাক্তন নেতৃবৃন্দ তাদের ছাত্র আন্দোলন এবং ছাত্র রাজনীতির সোনালী সময়ের স্মৃতিচারণ  করেন। 

কমরেড আনোয়ার হোসেন সুমনের গ্রেপ্তারের পর সিলেট অঞ্চলের বিপুল সংখ্যক প্রাক্তন ছাত্রনেতা সিলেটের শ্রমিক আন্দোলনে সংহতি এবং কমরেড সুমনের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে বিবৃতি প্রদান করেন। একই সঙ্গে দেশে বিদেশে ছড়িয়ে থাকা প্রাক্তন ছাত্র ইউনিয়নের নেতাদের সমন্বয়ে ভার্চুয়াল ক্যাম্পেইন অংশ নেন। 


এএফ/০৩