চারণ সাংস্কৃতিক কেন্দ্রের দ্বিতীয় কাউন্সিল শুক্রবার

নিজস্ব প্রতিবেদক


নভেম্বর ১৩, ২০২৫
০৭:০৯ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ১৩, ২০২৫
০৭:৪৩ অপরাহ্ন



চারণ সাংস্কৃতিক কেন্দ্রের দ্বিতীয় কাউন্সিল শুক্রবার


সাংস্কৃতিক সংগঠন ‘চারণ সাংষ্কৃতিক কেন্দ্র সিলেট জেলা শাখার দ্বিতীয় কাউন্সিল আগামীকাল শুক্রবার (১৪ নভেম্বর) সকালে সিলেট নগরের ঐতিহ্যবাহী শারদা হল সংলগ্ন মহড়া কক্ষে অনুষ্ঠিত হবে। 

বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার পরিপূরক সাংস্কৃতিক লড়াই ও সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে চারণ সাংস্কৃতিক কেন্দ্র সিলেট জেলার দ্বিতীয় কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। 

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চারণ সাংস্কৃতিক কেন্দ্রের কেন্দ্রীয় কমিটির সভাপতি নিখিল দাস ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের সিলেট জেলা আহবায়ক আবু জাফর। 

দিনব্যাপী কাউন্সিল শেষে বিকেল ৪টায় নতুন কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হবে।

এসব তথ্য সিলেট মিররকে নিশ্চিত করেছেন সংগঠনটির কাউন্সিল প্রস্তুতি কমিটির আহবায়ক মাসুদ রানা। 


এএফ/০৪