মাধবপুরে চা শ্রমিকের টেকসই আবাসন কাজের উদ্বোধন

মাধবপুর প্রতিনিধি


ফেব্রুয়ারি ২৭, ২০২১
০২:৫১ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ২৭, ২০২১
০২:৫১ পূর্বাহ্ন



মাধবপুরে চা শ্রমিকের টেকসই আবাসন কাজের উদ্বোধন

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পিছিয়ে পড়া চা শ্রমিকের জীবন মান উন্নয়নে টেকসই আবাসন কাজের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলার সুরমা চা বাগানে এ আবাসন কাজের উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) মহিউদ্দিন আহম্মেদ।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-  সমাজসেবা কর্মকর্তা আলী আাশ্রাব,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুদুল ইসলাম,  সুরমা চা বাগানের ব্যবস্থাপক আবুল কাসেম, সহকারী ব্যবস্থাপক জাকির হোসেন, ময়ল দেবরায়, অপু দত্ত, সমীর মৃধা, আওয়ামী লীগ নেতা প্রদীপ গৌড় ইউপি সদস্য আব্দুল লতিফ, এনাম মিয়া,সাইমুন মরমু, শেফালী মুন্ডা প্রমুখ।
 উল্লেখ্য যে, জাতীয় সমাজকল্যাণ পরিষদের অর্থায়নে ৪ লাখ টাকা ব্যয়ে ঘরটি নির্মিত হচ্ছে।

এসএমআর/আরসি-০৮