‘সাধারণের স্বাস্থ্যসেবা নিশ্চিতে গ্রাম্য চিকিৎসকদের ভূমিকা অপরিসীম’

সিলেট মিরর ডেস্ক


মার্চ ০২, ২০২১
০১:২৯ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ০২, ২০২১
০১:২৯ পূর্বাহ্ন



‘সাধারণের স্বাস্থ্যসেবা নিশ্চিতে গ্রাম্য চিকিৎসকদের ভূমিকা অপরিসীম’

সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল বলেছেন, ‘গ্রামীণ জনপদের সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গ্রাম্য চিকিৎসকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। গ্রাম্য চিকিৎসকদের রিফ্রেশার প্রশিক্ষণ চিকিৎসা সেবায় মনোনিবেশ করতে সহায়ক হিসেবে কাজ করবে।’

গতকাল সোমবার সিলেট সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে বালাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির একুশ দিনব্যাপী রিফ্রেশার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমদ সিরাজুল মুনীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিভিল সার্জন প্রেমানন্দ মন্ডল আরও বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গ্রাম ডাক্তারদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সে ধারা অব্যাহত রাখায় দেশ এগিয়ে যাচ্ছে।’

সবাইকে গ্রামীণ মানুষের চিকিৎসা সেবায় মনোনিবেশন করার আহ্বান জানান তিনি।

গ্রাম ডাক্তার মো. তহুর আহমেদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন, বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির কেন্দ্রীয় সমন্বয়কারী জোবায়ের মোহাম্মদ খান আজাদ, সাংবাদিক মো. আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া।

বক্তব্য দেন, গ্রাম্য ডাক্তার মো. হুমায়ুন কবীর, বদিউজ্জামান, সৈয়দ হাসান আহমদ, ছিদ্দিকা ইয়াছমিন মান্না ও শিউলী বেগম।

আরসি-০৩