টিকা নিলেন ৩৩ লাখ ৪১ হাজারেরও বেশি মানুষ

সিলেট মিরর ডেস্ক


মার্চ ০২, ২০২১
০৮:৩৪ অপরাহ্ন


আপডেট : মার্চ ০২, ২০২১
০৮:৩৯ অপরাহ্ন



টিকা নিলেন ৩৩ লাখ ৪১ হাজারেরও বেশি মানুষ

গণটিকাদান কর্মসূচি শুরুর আজ মঙ্গলবার সারাদেশে আরও ১ লাখ ১৪ হাজার ৬৮০ জন করোনাভাইরাসের প্রতিষেধক টিকা নিয়েছেন। তাদের মধ্যে পুরুষ ৬৮ হাজার ৫৩৯ জন এবং নারী ৪৬ হাজার ১৪১ জন। সব মিলিয়ে এ পর্যন্ত টিকা নিয়েছেন ৩৩ লাখ ৪১ হাজার ৫০৫ জন। তাদের মধ্যে পুরুষ ২১ লাখ ৫০ হাজার ৩৫৫ জন এবং নারী ১১ লাখ ৯১ হাজার ১৫০ জন। এ হিসেবে প্রতিদিন গড়ে এক লাখ ৬৭ হাজার ৭৫ জন করে মানুষ টিকা নিয়েছেন।

এদিকে টিকা পেতে আগ্রহ প্রকাশ করে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত ৪৫ লাখ ৩০ হাজার ৮২০ জন সুরক্ষা অ্যাপ ও ওয়েবসাইটে নিবন্ধিত হয়েছেন বলে নিশ্চিত করেছে তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বিভাগ কর্তৃপক্ষ।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বিভাগে মঙ্গলবার টিকা নিয়েছেন ৪২ হাজার ৫৯৩ জন, ময়মনসিংহ বিভাগে ৩ হাজার ৮৭০জন, চট্টগ্রাম বিভাগে ২১ হাজার ৪৭০ জন, রাজশাহী বিভাগে ১০ হাজার ৮৪৮ জন, রংপুর বিভাগে ১০ হাজার ৩৫৪ জন, খুলনা বিভাগে ১৬ হাজার ৫৭০ জন, বরিশাল বিভাগে ৪ হাজার ৩০৬ জন এবং সিলেট বিভাগে ৪ হাজার ৬৬৯ জন।

সব মিলিয়ে টিকাদানে শীর্ষে থাকা ঢাকা বিভাগে মোট টিকা নিয়েছেন ১০ লাখ ২৭ হাজার ৮১ জন, ময়মনসিংহ বিভাগের এক লাখ ৪২ হাজার ৮৯৮ জন, চট্টগ্রাম বিভাগে ৭ লাখ ২৬ হাজার ৬৯ জন, রাজশাহী বিভাগে ৩ লাখ ৬৬ হাজার ২২৯ জন, রংপুর বিভাগে ৩ লাখ ৩ হাজার ৭৮০ জন, খুলনা বিভাগে ৪ লাখ ১৭ হাজার ৪৭৬ জন, বরিশাল বিভাগে এক লাখ ৫৬ হাজার ২৩৭ জন এবং সিলেট বিভাগে আছেন ২ লাখ ১ হাজার ৭৩৫ জন।

বিএ-০৭