হুইল চেয়ার ও বিধবা ভাতা বিতরণ

সিলেট মিরর ডেস্ক


মার্চ ০৩, ২০২১
০৩:০৮ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ০৩, ২০২১
০৩:০৮ পূর্বাহ্ন



হুইল চেয়ার ও বিধবা ভাতা বিতরণ

প্রতিবন্ধী শিশুদের চলার পথ সুগম করার লক্ষে সিলেট যুব একাডেমি পরিচালিত খাসদবীর এডুকেশন, ওয়েলফেয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট প্রজেক্টের মাধ্যমে ফ্রেন্ডস অব খাসদবীর ইউকের সহযোগিতায় ৭ জন প্রতিবন্ধী শিশুকে চারটি হুইল চেয়ার ও সহায়ক উপকরণ প্রদান করা হয়েছে।

মঙ্গলবার নিয়মিত কার্যক্রমের আওতায় প্রতি মাসে ৮০ জন তালিকাভুক্ত বিধবাকে জনপ্রতি মাসিক ৭০০ টাকা ভাতা প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিলেট সদর উপজেলার সমাজ সেবা কর্মকর্তা নুসরাত এ এলাহী, জালালাবাদ প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্র ও হাসপাতালের ডা. সাঈদুর রহমান, দাতা সংস্থার ট্রাস্টি দুলন মিয়া, খালেদ আহমদ ও সজল নাথ, সিলেট যুব একাডেমির নির্বাহী পরিচালক এ এইচ এম ফয়সাল আহমেদ।

এছাড়াও জুম অ্যাপের মাধ্যমে ইউকে থেকে অংশগ্রহণ করেন, দাতা সংস্থার চেয়ারপর্সন জন মাইকেল শেরীফ, সেক্রেটারী ফিল ওয়াটসন ও ট্রাষ্টি সদস্য ডোরিন ওয়াটসন। পুরো অনূষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন প্রকল্প ব্যবস্থাপক সাবিহা সুলতানা।

উপস্থিত অতিথিবৃন্দ বলেন, ‘স্বল্প আয়ের অভিভাবকরা তাদের প্রতিবন্ধী শিশুদের জন্য ব্যয়বহুল এ ধরনের সহায়ক উপকরণ ক্রয়ের সামর্থ নেই।’ এদের পাশে থাকায় এসজেএ’র কার্যক্রমকে সাধুবাদ জানান তারা।

আরসি-১১