মাধবপুরে প্রতিপক্ষের কুড়ালের আঘাতে যুবকের মৃত্যু

মাধবপুর প্রতিনিধি


মার্চ ০৫, ২০২১
০২:৫২ অপরাহ্ন


আপডেট : মার্চ ০৫, ২০২১
০২:৫২ অপরাহ্ন



মাধবপুরে প্রতিপক্ষের কুড়ালের আঘাতে যুবকের মৃত্যু

মাধবপুরে পূর্ব বিরোধের জেরে দুইপক্ষের সংঘর্ষের ঘটনায় কুড়ালের আঘাতে আহত মোহাম্মদ আলীর ( ৪০) মৃত্যু হয়েছে।

শুক্রবার (৫ মার্চ) সকালে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

গত ২২ ফেব্ররুয়ারি নিহত মোহাম্মদ আলীর সঙ্গে তার খালাতো ভাই বাহার উদ্দিনের পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে বাহারের কুড়ালের আঘাতে গুরুতর আহত হন মোহাম্মদ। আহত অবস্থায় হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ঢাকায় প্রেরণ করেন। পরে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে আরেকবার ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তার মৃত্যু হয়।

নিহত মোহাম্মদ উপজেলার নোয়াপাড়া (কাটুরা) গ্রামের মৃত্যু আব্দুল খালেক মিয়া ছেলে।

এ বিষয়ে নিহতের ছেলে সামছুল আলম বলেন, তুচ্ছ ঘটনা নিয়ে আমার বাবাকে কুড়াল দিয়ে বাহার কুপিয়ে আহত করে। থানায় গিয়ে আহতের বিষয়টি ধামাচাপা দিতে চাইলে পুলিশ তাকে আটক করেছে। আমি আমার বাবা হত্যার বিচার চাই।

এ বিষয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল রাজ্জাক বলেন, এ ঘটনায় আমরা ঘটনার দিন একজনকে আটক করেছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসআর/বিএ-০৯