সিলেট মিরর ডেস্ক
এপ্রিল ১১, ২০২১
০৭:৩৫ অপরাহ্ন
আপডেট : এপ্রিল ১১, ২০২১
০৭:৩৫ অপরাহ্ন
করোনাভাইরাসের বিস্তার রোধে দেওয়া চলমান বিধিনিষেধ সোম ও মঙ্গলবার অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রবিবার (১১ এপ্রিল) নিজের সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
এক প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘প্রথম ধাপের চলমান লকডাউনের ধারাবাহিকতা চলবে ১২ ও ১৩ এপ্রিল।’
প্রসঙ্গত, ইতোমধ্যে ঘোষিত এক সপ্তাহের বিধিনিষেধ রবিবার শেষ হচ্ছে। আর বুধবার থেকে কঠোর লকডাউনের কথা বলে আসছেন সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রীরা। ফলে সোম ও মঙ্গলবার বিধিনিষেধ থাকবে কিনা তা নিয়ে সিদ্ধান্তহীন পরিস্থিতির সৃষ্টি হয়।
বিএ-০২