সিলেট মিরর ডেস্ক
এপ্রিল ১১, ২০২১
০৭:৪৩ অপরাহ্ন
আপডেট : এপ্রিল ১১, ২০২১
০৭:৪৩ অপরাহ্ন
ভারতে করোনাভাইরাসের দৈনিক সংক্রমণ একের পর এক রেকর্ড ভাঙছে। গত ২৪ ঘণ্টায় সংক্রমণ আগের সব রেকর্ড ভেঙে একদিনেই আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫২ হাজার ৬৮২ জন। একই সময় মারা গেছেন ৮৩৮ জন।
আজ রবিবার (১১ এপ্রিল) সকালে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
এ নিয়ে ভারতে করোনার মোট সংক্রমণ প্রায় ১ কোটি ৩৩ লাখ সাড়ে ৫৫ হাজারে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ১ লাখ ৬৯ হাজার ৩০৫ জন। গতকাল শনিবার দেশটিতে করোনায় আক্রান্ত হয় ১ লাখ ৪৫ হাজার ৩৮৪ জন। মারা গেছে৭৯৪ জন।
বর্তমানে ভারতের ধনী রাজ্য মহারাষ্ট্রের অবস্থা সবথেকে বেশি খারাপ। শনিবার থেকে এক সপ্তাহের লকডাউন জারি করা হয়েছে। বার, রেস্তোরাঁ, শপিংমল এবং প্রার্থনালয় বন্ধ করে দেওয়া হয়েছে। লোকজনের চলাচলের উপরও নানা বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
এদিকে, সংক্রমণ বাড়লেও দিল্লি লকডাউনের পথে হাঁটবে না বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তবে সংক্রমণ রুখতে প্রশাসন আরও কড়া হতে পারে বলে জানিয়েছেন তিনি। প্রতিবেশী পশ্চিমবঙ্গেও করোনার গ্রাফ ঊর্ধ্বমুখি। ভোটের মুখে রাজ্যটিতে করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে। তার মধ্যে সর্বাধিক সংক্রমিত কলকাতায়।
এএফ/০৭