গোলাপগঞ্জ প্রতিনিধি
এপ্রিল ১২, ২০২১
০৭:৫৭ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ১২, ২০২১
০৭:৫৭ পূর্বাহ্ন
সিলেটের গোলাপগঞ্জে সরকারের নিষেধাজ্ঞা অমান্য কমিউনিটি সেন্টার খোলা রাখায় ৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলার চৌঘরিস্থ ইসলাম ব্রাদার্স কনভেনশন হল খোলা রাখায় এর পরিচালক মো. লিয়াকত আলীকে এ জরিমানা করা হয়েছে ।
রবিবার (১১ এপ্রিল) দুপুরে গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. গোলাম কবির এ জরিমানা প্রদান করেন।
এদিকে, স্বাস্থ্য বিধি না মানায় উপজেলা পরিষদ গেইট ও হেতিমগঞ্জ বাজারে তিন জনকে ৯০০ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের একটি দল অংশগ্রহণ করেন।
গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম কবির সবাইকে স্বাস্থ্য বিধি অনুসরণ ও সরকারের নির্দেশ পালনের আহবান জানিয়ে বলেন, এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
আরসি-০৫