সিলেট মিরর ডেস্ক
এপ্রিল ১২, ২০২১
০৯:০১ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ১২, ২০২১
০৯:১১ পূর্বাহ্ন
কলকারখানা খোলা রেখেই আগামী বুধবার থেকে এক সপ্তাহের ‘লকডাউনের’ সুপারিশ প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে। পরিস্থিতি বুঝে পরে আবার মেয়াদ বাড়ানো হতে পারে। প্রধানমন্ত্রী সিদ্ধান্ত দিলে আজ সোমবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হবে।
‘লকডাউনে’ জরুরি সেবা ছাড়া সরকারি-বেসরকারি অফিস ও গণপরিবহন বন্ধ রাখার বিষয়টি আগে থেকেই বলা হচ্ছে।
রবিবার (১১ এপ্রিল) মন্ত্রিপরিষদসচিব খন্দকার আনোয়ারুল ইসলামের নেতৃত্বে সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তা ও বিভিন্ন খাতের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে ভার্চুয়াল বৈঠকে কলকারখানা খোলা রাখার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। সেই বৈঠকে উপস্থিত ব্যবসায়ী প্রতিনিধিরা কলকারখানা খোলা রেখে ‘লকডাউনে’ যাওয়ার পক্ষে পরামর্শ দেন। সরকারি শীর্ষ কর্মকর্তারা সে বিষয়টি আমলে নিয়ে ‘লকডাউনের’ সুপারিশ চূড়ান্ত করে সেটা প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়েছেন। রাত ৮টায় প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত মন্ত্রিপরিষদ বিভাগে আসেনি।
সংশ্লিষ্ট একাধিক দায়িত্বশীল সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।
সূত্র: কালের কণ্ঠ
আরসি-০৭