শাবি প্রতিনিধি
এপ্রিল ১২, ২০২১
০৮:১১ অপরাহ্ন
আপডেট : এপ্রিল ১২, ২০২১
০৮:১১ অপরাহ্ন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের জানাজার নামাজ সম্পন্ন হয়েছে।
আজ সোমবার (১২ এপ্রিল) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে এ জানাজা অনুষ্ঠিত হয়।
এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
জানা যায়, জাহাঙ্গীর আলম গতকাল (১১ এপ্রিল) রাত পৌনে দশটায় সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। তিনি গত সোমবার (৫ এপ্রিল)নিজ বাসায় হার্ট অ্যাটাক করে ওসমানী মেডিক্যাল কলেজে ভর্তি হন। এর আগেও তিনি ৩ বার হার্ট অ্যাটাক করেছিলেন।
আরসি-১৫