বাংলা একাডেমির সভাপতি শামসুজ্জামান খানের অবস্থা সংকটাপন্ন

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ১৩, ২০২১
০১:৪৯ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ১৩, ২০২১
০১:৪৯ পূর্বাহ্ন



বাংলা একাডেমির সভাপতি শামসুজ্জামান খানের অবস্থা সংকটাপন্ন

করোনাভাইরাসে আক্রান্ত বাংলা একাডেমির সভাপতি শামসুজ্জামান খানের শারীরিক অবস্থা সংকটাপন্ন। তিনি রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এসব তথ্য নিশ্চিত করেছেন বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী।

বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী বলেন, 'শামসুজ্জামান খানের অবস্থা ভালো নেই। তার অবস্থা সংকটাপন্ন।'

তিনি জানান, কিছুদিন আগে করোনা পজিটিভ হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। শামসুজ্জামান খানের স্ত্রীও করোনা ভাইরাসে আক্রান্ত।

বাংলা একাডেমির একটি জানিয়েছে, সোমবার সকালে শামসুজ্জামান খানের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ভেন্টিলেশন সাপোর্টে (লাইফ সাপোর্ট) নেওয়া হয়।

বিএ-০৪