হেফাজত নেতা মামুনুল গ্রেপ্তার

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ১৮, ২০২১
০৭:২৫ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ১৮, ২০২১
০৭:৪৭ অপরাহ্ন



হেফাজত নেতা মামুনুল গ্রেপ্তার

হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে গ্রেপ্তার করা হয়েছে। আজ রবিবার (১৮ এপ্রিল) দুপুরে রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।। 

বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের তেজগাঁও জোনের ডিসি মোহাম্মদ হারুন অর রশিদ। তিনি জানান, মামুনুল হকের বিরুদ্ধে ২০১৩ সালের একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া মাদ্রাসা থেকে দুপুর ১২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, ‘গ্রেপ্তারের পর মামুনুলকে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনারের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।’

আরসি-১৫