সিলেট মিরর ডেস্ক
এপ্রিল ১৮, ২০২১
১০:৫১ অপরাহ্ন
আপডেট : এপ্রিল ১৮, ২০২১
১০:৫১ অপরাহ্ন
যত দিন যাচ্ছে, ততই ভয়াবহ হয়ে উঠছে ভারতে করোনার দ্বিতীয় ঢেউ। সবচেয়ে বিপর্যস্ত রাজ্য দিল্লি ও মহারাষ্ট্রে লকডাউনের দাবি উঠছে। তবে পশ্চিমবঙ্গে ভোটের মৌসুম চলায় লকডাউন করা না গেলেও, সতর্কতামূলকভাবে নতুন বিধিনিষেধ জারি করল রাজ্য সরকার।
ভারতে আজও দুই লাখ ৬১ হাজারের বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছে। গতকাল শনিবার পশ্চিমবঙ্গেই আক্রান্ত মানুষের সংখ্যা ৭ হাজারের বেশি এবং প্রাণহানি ৩৪ জনের। এই পরিস্থিতি বিবেচনায় বিশেষ নির্দেশিকা প্রকাশ করেছে পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্র দফতর।
তাতে মাস্ক পরা ও শারীরিক দূরত্ব বজায় বাধ্যতামূলক করার সঙ্গে সঙ্গে সরকারি অফিসগুলোকে অর্ধেক কর্মী নিয়ে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে বলা হয়েছে, যতটা সম্ভব কর্মীদের বাড়ি থেকে কাজ করার অনুমতি দিতে।
পশ্চিমবঙ্গেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনে রয়েছে স্বরাষ্ট্র দফতর। রাজ্যে ফের প্রকোপ বাড়ার জন্য জন্য বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকেই দায়ী করেছেন তিনি। তার অভিযোগ, অন্য রাজ্য থেকে লোক সভা করে বিজেপি নেতারা রাজ্যে সংক্রমণ ছড়াচ্ছে।
শনিবার তার অধীনে থাকা স্বরাষ্ট্র দফতর এ নতুন নির্দেশিকা জারি করেছে।
বি এন-০৯