সোমবার থেকে দোকান ও বিপণিবিতান খুলতে চায় সমিতি

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ২২, ২০২১
০৩:৪৫ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ২২, ২০২১
০৩:৪৫ পূর্বাহ্ন



সোমবার থেকে দোকান ও বিপণিবিতান খুলতে চায় সমিতি

স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট ও বিপণিবিতান খুলে দেওয়ার দাবি করছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। আগামী সোমবার (২৬ এপ্রিল) থেকেই তারা দোকান ও বিপণিবিতান খোলার সিদ্ধান্ত চায়। এ বিষয়ে সরকারের সঙ্গে যোগাযোগ হয়েছে বলেও দাবি সমিতির নেতাদের।

দোকান মালিক সমিতির নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, আগামী সোমবার থেকে শতভাগ স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট ও বিপণিবিতান খুলে দিতে আমি সরকারের শীর্ষ মহলকে তারা অনুরোধ করেছেন। রবিবার একটি ঘোষণা দেওয়ারও অনুরোধ জানিয়েছেন তারা। যদিও এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কিছুই বলা হয়নি। তবে তারা আশা করছেন দ্রুতই একটি সিদ্ধান্ত আসবে।

দোকান মালিক সমিতির সহ-সভাপতি বুধবার বলেন মাসুদ কাদের মনা, আমাদের বিক্রির অর্ধেকের বেশি হয় রমজানে। গত রমজানেও লকডাউনের কারণে বিক্রি না হওয়া পণ্য জমে আছে। একেকজন ব্যবসায়ীর কোটি টাকার পণ্য পড়ে আছে। এর সঙ্গে ব্যাংক ঋণ আছে। সরকার যদি আমাদের সক্ষমতার অর্ধেক জনবল নিয়ে কঠোর স্বাস্থ্যবিধি মেনে দোকান পরিচালনার সুযোগ দেয় তাহলে ব্যবসায়ীরা রক্ষা পান।

স্বাস্থ্যবিধি না মানলে সরকার কঠোর ব্যবস্থা নিতে পারবে। প্রয়োজনে আমরাও সহযোগিতা করব।

আরসি-০৪