সিলেট মিরর ডেস্ক
এপ্রিল ২৩, ২০২১
০৭:১৩ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ২৩, ২০২১
০৭:১৭ পূর্বাহ্ন
রাশিয়ার সঙ্গে যৌথ উদ্যোগে কভিড ভ্যাকসিন উৎপাদন নিয়ে আলোচনা চূড়ান্ত পর্যায়ে আছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
বৃহস্পতিবার (২৩) তিনি সাংবাদিকদের জানান, রাশিয়ার উৎপাদন ক্ষমতা কম। তাছাড়া বাংলাদেশের যে পরিমাণ ভ্যাকসিন ডোজ প্রয়োজন তা রাশিয়া সরবরাহ করতে পারবে না। তাদের কাছ থেকে কিছু ভ্যাকসিন কিনতে হবে। তারা এদেশের ওষুধ কম্পানির সঙ্গে যৌথভাবে উত্পাদনে যেতেও রাজি আছে।
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, রাশিয়া এ দেশকে প্রযুক্তি দিবে। এটি অন্য কাউকে দেওয়া যাবে না। তবে এ ক্ষেত্রে দুই তিন মাস সময় লাগবে। আলোচনা চূড়ান্ত পর্যায়ে আছে। রাশিয়াই ঠিক করবে তারা এ দেশের একটি বা একাধিক ওষুধ কোম্পানিকে কোভিড টিকা উত্পাদনের সুযোগ দিবে কি না।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ওই টিকা একটু দামি। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যথেষ্ট টাকা রেখেছেন টিকা কেনার জন্য।
আরসি-০২