‘দুই সপ্তাহের আগে টিকা আসার সম্ভাবনা নেই'

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ২৮, ২০২১
০১:৩২ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ২৮, ২০২১
০১:৩২ পূর্বাহ্ন



‘দুই সপ্তাহের আগে টিকা আসার সম্ভাবনা নেই'

আগামী দুই সপ্তাহের আগে কোনো দেশ থেকে টিকা আসছে না বলে গণমাধ্যমকে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

আজ মঙ্গলবার (২৭ এপ্রিল) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের বাসভবনে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

পররাষ্ট্র সচিব জানান, চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র থেকে টিকা আনার উদ্যোগ চলছে। তবে প্রক্রিয়া শেষে টিকা আসতে দুই সপ্তাহ সময় লাগবে। এর আগে দেশে কোথাও থেকে টিকা আসছে না।

টিকা নিয়ে চীনের উদ্যোগে ৬ দেশের পররাষ্ট্র মন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন যোগ দেন।

এর আগে, মঙ্গলবার দুপুর ২টায় ভার্চ্যুয়ালি এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ, চীন, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল ও শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রীরা যোগ দেন। বৈঠক শেষে ড. মোমেনের বাসভবনে সাংবাদিকদের অবহিত করেন পররাষ্ট্র মন্ত্রী ও সচিব।

আরসি-১০