আসামে একদিনে ৬ বার ভূমিকম্প অনুভূত

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ২৯, ২০২১
০৭:৫২ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ২৯, ২০২১
০৭:৫৯ অপরাহ্ন



আসামে একদিনে ৬ বার ভূমিকম্প অনুভূত

উত্তর-পূর্ব ভারত তথা আসামে বুধবার সকালেই আতঙ্ক ছড়িয়েছিল ৬ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। 

এরপর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই গভীর রাতে ফের ভূমিকম্প হয়েছে। তবে, একবার বা দু’বার নয়, এক এক করে ছয় বার কেঁপে ওঠে উত্তর-পূর্ব ভারতের এই রাজ্যটি।

ভারতের ন্যাশনাল সেন্টার অব সিসমোলোজি (এনসিএস) জানিয়েছে, বুধবার দিবাগত রাত ১২টার পর থেকেই ধাপে ধাপে ৬ বার ভূমিকম্প হয় আসামের শোনিতপুরে। 

প্রথম ভূমিকম্পটি অনুভূত হয় রাত ১২টা ২৪ মিনিটে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ২ দশমিক ৬।

এরপর যথাক্রমে ১টা ১০ মিনিটে ২ দশমিক ৯ মাত্রার, রাত ১টা ২০ মিনিটে ৪ দশমিক ৬ মাত্রার, রাত ১টা ৪১ মিনিটে ২ দশমিক ৭ মাত্রার এবং রাত ১টা ৫২ মিনিটে ২ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। 

এরপর রাত ২টা ৩৮ মিনিটে আরও একবার ভূমিকম্প হয়। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ২ দশমিক ৭।

এনসিএস’র দেওয়া তথ্য অনুযায়ী, সর্বশেষ ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল আসামের তেজপুর থেকে ৩৮ কিলোমিটার পশ্চিম-উত্তর পশ্চিমে। ভূপৃষ্ঠ থেকে প্রায় ১১ কিমি গভীরে ভূমিকম্পটির উৎপত্তি হয়।

এর আগে বুধবার সকাল আটটার দিকে পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চল, আসামসহ ভূমিকম্পে উত্তর-প্র্বূ ভারতের একাংশ কেঁপে ওঠে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৪।

শক্তিশালী এই ভূমিকম্পে মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই আতঙ্কে ঘরের বাইরে বেরিয়ে আসেন। 

বেশ কিছু জায়গায় বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে। বাড়ি-ঘর ও রাস্তাতেও ফাটল ধরে অনেক জায়গায়।

বি এন-০১