জরুরি সহায়তা নিয়ে ভারতে রুশ বিমান

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ২৯, ২০২১
০৮:২৭ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ২৯, ২০২১
০৮:২৭ অপরাহ্ন



জরুরি সহায়তা নিয়ে ভারতে রুশ বিমান

জরুরি মানবিক সহায়তা নিয়ে রাশিয়ার দু’টি পণ্যবাহী বিমান ভারতে পৌঁছেছে। করোনাভাইরাস মহামারি মোকাবিলায় ভারতের পরিস্থিতির অবনতির প্রেক্ষিতে বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকালে রুশ বিমান দু’টি নয়াদিল্লিতে পৌঁছায়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বৃহস্পতিবার সকালে ভারতে এসে পৌঁছানো বিমান দু’টিতে ২০টি অক্সিজেন কনসেনট্রেটর, ৭৫টি ভেন্টিলেটর, ১৫০টি বেডসাইড মনিটর ও ওষুধ রয়েছে।

ভারতে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত নিকোলাই কুদাশেভ জানিয়েছেন, উভয় দেশের মধ্যে যে বিশেষ কূটনৈতিক সম্পর্ক রয়েছে, সেদিকে লক্ষ্য রেখেই চলমান করোনা মহামারি মোকাবিলায় ভারতের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া।

উল্লেখ্য, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বুধবার ফোনে কথা বলেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর বৃহস্পতিবার সকালেই অক্সিজেন কনসেনট্রেটর থেকে শুরু করে ভেন্টিলেটর, করোনা মোকাবিলায় প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম নিয়ে ভারতে এলো রুশ বিমান।

প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ফোনালাপ প্রসঙ্গে নিজের টুইটার অ্যাকাউন্টে মোদি জানান, ‘করোনা মহামারির বিদ্যমান পরিস্থিতি নিয়ে প্রেসিডেন্টের সঙ্গে আমরা আলোচনা করেছি। এই মহামারির বিরুদ্ধে লড়াইয়ে রাশিয়া আমাদের সাহায্য করেছে। এর জন্য প্রেসিডেন্ট পুতিনকে আমি ধন্যবাদ জানিয়েছি।’

বি এন-০৪