সিলেটসহ সারাদেশে বজ্রপাতের সঙ্গে হতে পারে শিলাবৃষ্টি

সিলেট মিরর ডেস্ক


মে ০৫, ২০২১
০৫:৩৮ পূর্বাহ্ন


আপডেট : মে ০৫, ২০২১
০৫:৪৬ পূর্বাহ্ন



সিলেটসহ সারাদেশে বজ্রপাতের সঙ্গে হতে পারে শিলাবৃষ্টি

সিলেটসহ সারাদেশে আগামী তিন দিন বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। সঙ্গে হতে পারে শিলা বৃষ্টিও। এছাড়া দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ মঙ্গলবার এক পূর্বাভাসে এমন তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।

আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে খেপুপাড়া ও যশোরে ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তেঁতুলিয়ায় ১৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে।

আরসি-০৫